On Air
Non Stop hitz!
Home
  • Home
  • ভারত বনাম বাংলাদেশ (T20) তে মুখোমুখি হয়েছে যতবার
ban v india

ভারত বনাম বাংলাদেশ (T20) তে মুখোমুখি হয়েছে যতবার

6 March 2016 Bangladeh Latest


ভারত এবং বাংলাদেশ এই পর্যন্ত ২ বার ই মুখমুখি হয়েছে টি-টোয়েন্টি তে, 6 June 2009 Trent Bridge, Nottingham এ বিশ্বকাপ টি-টোয়েন্টি তে দেখা হয়েছিল বাংলাদেশ ভারতের, টস জিতে প্রথমে Batting করে ভারত ২৫ রানে জয় হয়ে। এই এশিয়া কাপে, প্রথমে Batting করে ৪৫ রানে জয় লাভ করে ভারত।

ফাইনাল ম্যাচ নিয়ে বাংলাদেশ অধিনায়ক কি ভাবছেন?

বাংলাদেশ দলের সাফল্যের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ক্রিকেট নিয়ে মানুষের আবেগ। এশিয়া কাপের ফাইনালকে ঘিরে আরও তীব্র হয়েছে আবেগের স্রোত। এটিকে খুব অস্বাভাবিক মনে করছেন না মাশরাফি। ফাইনালের আগের দিন মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে অধিনায়ক জানালেন, বাস্তবতার সঙ্গে লড়াই করার চেষ্টা করছে দল।

“আবেগ থাকা খুবই স্বাভাবিক। কারণ আমরা সবসময় এরকম সুযোগ পাই না। তারপর আবার দেশের মাটিতে খেলা। এটাকে আর দশটা ম্যাচের মতো নেওয়া আমাদের জন্য সহজ নয়। তারপরও চেষ্টা করছি যতটা স্বাভাবিক থেকে ক্রিকেট খেলা যায়।”

কাজটা যদিও কঠিন। তবু উপচে পড়া আবেগের ছোঁয়া থেকে দলকে দূরে রাখতে চেষ্টা করছেন অধিনায়ক।

“এসব আসলে আমাদের চিন্তা করার বিষয় না। পেশাদার হিসবে আমাদের উচিত শুধু ম্যাচ নিয়েই ভাবা। আমরা সেটাই চাচ্ছি এবং করছি। ছেলেরা যতটা সম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করছে। টুর্নামেন্টের আগে আমরা চেয়েছিলাম যে, এশিয়া কাপের আগে যেভাবে খেলছিলাম, সেটায় যেন উন্নতি করতে পারি। গ্রাফটা ঊর্ধ্বমুখী মানে এই না যে আমরা বড় দল হয়ে গেছি। আমরা যেভাবে উন্নতি করছি, এ রকম করতে থাকলে আমরা ভালো করতে পারব।”

ভারতের অধিনায়ক কি মনে করছেন?

ভারতের সীমিত ওভারের অধিনায়ক Mahendra Singh Dhoni বিশ্বাস করে যে, এশিয়া কাপের Finalist বাংলাদেশ কয়েক বছরে অনেক উন্নত মানের ক্রিকেট খেলছে। যদিও প্রথম ব্যাচে বাংলাদেশের বিরুদ্ধে সহজেই জয়েলাভ করে ভারত, বাংলাদেশ বাকি ৩ টি ম্যাচে অনেক ভাল পারফর্ম করেছে। তা ছাড়াও ভারতীয় অধিনায়ক জানিয়েছেন যে বাংলাদেশ হোম কন্ডিশনে যে কোন কিছুই করতে পারে।

অপর দিকে, পাকিস্থান এবং স্রিলঙ্কান্দের হারিয়ে, অবশ্যই এই তরুণ বাংলাদেশী দলের মনোবল উন্নত হয়েছে।

ভারত কি চায় বাংলাদেশের সঙ্গে স্কোর বসতি স্থাপনের?

পূর্ববর্তী এশিয়া কাপ টুর্নামেন্টে বাংলাদেশ সেমিফাইনালে ভারতকে পরাজিত করেছে এবং গত বছর প্রথম ওয়ানডে সিরিজ জয় ভুলবেন না। সুতরাং ভারত তাদের প্রতিশোধ এশিয়া কাপের ফাইনালে স্বাগতিক দলকে পরাজিত করে নেয়ার চেষ্টা অবশ্যই করবে।

ফাইনালে কি খেলবেন সাকিব-আল-হাসান?

এশিয়া কাপের ফাইনালের আগে সাকিব আল হাসানকে নিয়ে দুঃসংবাদটা শুনতে হলো টাইগার ভক্তদের। ইনজুরিতে পড়ে ফাইনালের আগে অনুশীলন না করেই মাঠ ছেড়েছেন তিনি।

ব্যাথা অনুভব করায় অনুশীলনের মাঝ পথেই মাঠ ছেড়ে চলে গেছেন সাকিব আল হাসান। জানা গেছে, গতকাল অনুশীলনের সময় ব্যথা পেয়েছিলেন তিনি।

ফলে তার ভারতের বিপক্ষে ফাইনাল খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে। টিম ম্যানেজমেন্ট অফিসিয়ালি কিছু না জানালেও ধারণা করা হচ্ছে ফাইনালে খেলতে পারছে না সাকিব।

স্কোয়াডঃ

বাংলাদেশঃ মাশরাফি বিন মোর্তোজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, ইমরুল কায়েস , সাকিব-আল-হাসান , মাহমুদুল্লাহ রিয়াদ ,মোহাম্মাদ মিথুন , মুশফিকুর রহিম , নাসির হোসেন, নুরুল হাসান , তাসকিন আহমেদ , আবু হায়দার, আল-আমিন হোসেন , আরাফাত সানি ।

ভারতঃ  এম,এস ধনী (অধিনায়ক), শিখর ধাওয়ান, রহিত শর্মা, অজিঙ্কিয়া রাহানে , বিরাট কোহলি, সুরেষ রাইনা, যুবরাজ সিং, হারদিক পান্ডীয়া,  রবিন্দ্র জাদেজা, রাভিচন্দ্র আশ্বিন, যাস্প্রিত বুম্রাহ, হারবাজান সিং, ভুবনেশ্বর কুমার, পাওয়ান নেগিi,আশিশ নেহরা।

সম্ভাব্য একাদশঃ 

বাংলাদেশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান সাকিব-আল-হাসান , মাহমুদুল্লাহ রিয়াদ ,মোহাম্মাদ মিথুন , মুশফিকুর রহিম তাসকিন আহমেদ ,আল-আমিন হোসেন , আরাফাত সানি ।

ভারত: এম,এস ধনী (অধিনায়ক), শিখর ধাওয়ান, রহিত শর্মা, বিরাট কোহলি, সুরেষ রাইনা, যুবরাজ সিং, হারদিক পান্ডীয়্‌, রবিন্দ্র জাদেজা, রাভিচন্দ্র আশ্বিন, যাস্প্রিত বুম্রাহ, আশিশ নেহরা।

Comments

comments


Webmaster asia cup, ban vs india

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *