আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসে পিপলস রেডিওর বিশেষ আয়োজন
25 November 2015 Latest
আজ ২৫ নভেম্বর ‘ইন্টারন্যাশনাল ডে ফর দ্য এলিমিনেশন অব ভায়োলেন্স এগেইনস্ট উইমেন’ বা আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৯৮১ সালে লাতিন আমেরিকায় নারীদের এক সম্মেলনে ২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালনের ঘোষণা দেওয়া হয়। ১৯৯৩ সালে ভিয়েনায় বিশ্ব মানবাধিকার সম্মেলন দিবসটিকে স্বীকৃতি দেয়। জাতিসংঘ দিবসটি পালনের আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ১৯৯৯ সালের ১৭ ডিসেম্বর। বাংলাদেশে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস উদ্যাপন কমিটি ১৯৯৭ সাল থেকে এই দিবস ও পক্ষ পালন করছে। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে পিপলস রেডিও সব নারীদের জানাছে শ্রদ্ধা আর ভালবাসা। আমরা চাই না দেশের কোন যায়গায় কোন নারী কোন প্রকার নির্যাতনের শিকার হোক। নারী পুরুষ মিলে একসাথে আমরা এগিয়ে যাব একটি সুখি সমৃদ্দ বাংলাদেশের দিকে। সারাদিন জুড়ে থাকছে বিশেষ আয়োজন, শুনবেন আশা করি। আর মন্তব্য জানাতে ভুলবেন না।
Comments
comments
nitul