On Air
Film Fanatic Filmi Gossip
Home
  • Home
  • জাতীয় শোক দিবস ১৫ আগস্ট, জাতীর জনকের প্রতি পিপলস রেডিওর শ্রদ্ধাঞ্জলি
Shek-Mujib

জাতীয় শোক দিবস ১৫ আগস্ট, জাতীর জনকের প্রতি পিপলস রেডিওর শ্রদ্ধাঞ্জলি

15 August 2015 Latest


আজ শোকের দিন ১৫ আগস্ট। ১৯৭৫ সালের এই দিনে ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ডে সপরিবারে প্রাণ হারান বাঙালির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে আমরা আজ তাদের স্মরণ করি। মর্মস্পর্শী এ হত্যাকাণ্ডের আজ 80 বছর পূর্ণ হলো। এবার ১৫ আগস্ট এসেছে সম্পর্ণ ভিন্ন মাত্রায়। ইতিহাসের ঘৃণ্য এ হত্যাকাণ্ডের মামলার রায় কার্যকরের পর জাতি এবার শোক দিবসটি পালন করছে একরকম স্বস্তির ভেতর দিয়ে। বিচারের বাণী নিরবে নিভৃতে কেঁদে ফেরার অবসান হয়েছে ঘাতকদের ফাঁসির মধ্য দিয়ে। তবে এখনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েকজন ঘাতক বিদেশে পালিয়ে রয়েছে। তাদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে। তা না হলে জাতি সম্পর্ণরূপে কলঙ্ক ও দায়মুক্ত হবে না।

আজ  প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়া গিয়েছেন বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা নিবেদনের জন্য।

১৫ আগস্ট কেবল একজন রাষ্ট্র নায়ককে নৃশংসভাবে হত্যা করা হয়নি। বরং এর পেছনে বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠা এবং মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্নকেও ধূলিসাৎ করা হয়েছে। আমরা মনে করি, সপরিবারে বঙ্গবন্ধু হত্যার বিচার সম্পন্ন হওয়ায় দেশ ও জাতি যেমন হাফ ছেড়ে বেঁচেছে, তেমনি ইতিহাসেরও দায়মুক্তি ঘটেছে। এখন বাকি পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে এবং ১৫ আগস্টের ধারাবাহিকতায় নিহত জাতীয় চার নেতা হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হতে হবে। আমরা ১৫ আগস্ট এবং তৎপরবর্তী ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে নির্মমভাবে নিহত সকলের বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

পিপলস রেডিও ৯১.৬ এফ এম পরিবার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালির বিদেহী আত্মার প্রতি জানাচ্ছে বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

Comments

comments