পিপলস রেডিওতে শুরু হল শিশুদের জন্য অনুষ্ঠান “কিচির মিচির”
17 August 2015 Latest
পিপলস রেডিও তে শুরু হয়েছে বাচ্চাদের নিয়ে একটি চমৎকার শো, কিচির মিচির। প্রতি শুক্রবার দুপুর ২ টা থেকে ৪ টা পর্যন্ত এই শো তে শিশুদের বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়, অনেক মজার মজার খেলা, আড্ডা আর গান নিয়ে সাজানো হয় এই অনুষ্ঠান। দুই ঘণ্টার মধ্যে বিভিন্ন শিশুরা ফোনে এবং এস এম এস এর মাধ্যমে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে। প্রতিভা বিকাশের এই চমৎকার সুযোগে আপনার বাচ্চাকেও দেখতে পারেন পিপলস রেডিওর হট সিটে। “কিচির মিচির” অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য কল করুন ০২-৯৮৯০৯৫২ অথবা ই মেইল করুন [email protected] বিকশিত হোক সব শিশুর প্রতিভা। এগিয়ে যাক বাংলাদেশ আগামীর পথে। সব শিশুর জয় হোক
Comments
comments