On Air
Film Fanatic Filmi Gossip
Home
  • Home
  • পিপলস রেডিও লিমিটেড, আর্টিস্ট্রি (ইভেন্ট ম্যনেজমেন্ট অর্গানাইজেশন) এবং ডাচ বাংলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিবিসিসিআই) এর মধ্যে ত্রি-পক্ষীয় চুক্তি স্বাক্ষরিত!

পিপলস রেডিও লিমিটেড, আর্টিস্ট্রি (ইভেন্ট ম্যনেজমেন্ট অর্গানাইজেশন) এবং ডাচ বাংলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিবিসিসিআই) এর মধ্যে ত্রি-পক্ষীয় চুক্তি স্বাক্ষরিত!

23 October 2015 Latest


পিপলস রেডিও লিমিটেড, আর্টিস্ট্রি (ইভেন্ট ম্যনেজমেন্ট অর্গানাইজেশন) এবং ডাচ বাংলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিবিসিসিআই) এর মধ্যে ত্রি-পক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ১৮ই অক্টোবর’ ২০১৫ রবিবার, পিপলস রেডিও (৯১.৬এ্ফএম) অফিসে এক অনাড়ম্বর অনুষ্ঠানে চুক্তিটি স্বাক্ষরিত হয়। উপস্থিত ছিলেন পিপলস রেডিও’র ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল আওয়াল, সি.ই.ও জনাব শাহরিয়ার লীন, ডিবিসিসিআই এর সভাপতি হাসান খালেদ, আর্টিস্ট্রি’র সি.ই.ও পার্থ প্রতিম চৌধুরী এবং পিপলস রেডিও’র উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। চুক্তি অনুযায়ী, ‘আর্টিস্ট্রি’ এবং ‘ডাচবাংলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’ এর উদ্যোগে বিশেষ ইভেন্টগুলোতে ‘রেডিও পার্টনার’ হিসেবে কাজ করবে পিপলস রেডিও লিমিটেড।

Comments

comments