On Air
Film Fanatic Filmi Gossip
Home
  • Home
  • শোক দিবসে আই সি টি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক তার অনুভুতি ব্যাক্ত করেছেন পিপলস রেডিও ৯১.৬ এফ এম এ

শোক দিবসে আই সি টি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক তার অনুভুতি ব্যাক্ত করেছেন পিপলস রেডিও ৯১.৬ এফ এম এ

15 August 2015 Latest


১৫ ই আগস্ট জাতীয় শোক দিবসে পিপলস রেডিওর বিশেষ আলোচনা অনুষ্ঠানে উপস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক। ১৫ আগস্ট এর হত্যাকাণ্ড সংঘটিত না হলে জাতি আজ কোথায় থাকতো এবং আরও অনেক গুরুত্তপুর্ন বিশয় নিয়ে আলোচনা হয়েছে। সঞ্চালক হিসেবে ছিলেন লেখক শাহরিয়ার লিন।

এছাড়াও বিকেল ৩.৩০ টায় প্রচারিত হবে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশিদের  একটি বিশেষ সাক্ষাতকার, এবং সারাদিন ব্যাপি রয়েছে জাতীর জনকের প্রতি শ্রদ্ধা জানিয়ে গান কবিতা এবং বঙ্গবন্ধুর নিজের কণ্ঠে ভাষণ এবং সাক্ষাৎকার।

অনুষ্ঠানটি ১৫ আগস্ট দুপুর ১.৩০ মিনিটে প্রচারিত হবে পিপলস রেডিও ৯১.৬ এফ এম এ । শোনার আমন্ত্রণ রইল।

Comments

comments