On Air
Non Stop hitz!
Home
  • Home
  • ২২ শে শ্রাবণ, কবিগুরুর মহাপ্রয়ান দিবসে পিপলস রেডিও ৯১.৬ এর দিন ব্যাপি বিশেষ আয়োজন
11853845_10153507670163996_224947380_n

২২ শে শ্রাবণ, কবিগুরুর মহাপ্রয়ান দিবসে পিপলস রেডিও ৯১.৬ এর দিন ব্যাপি বিশেষ আয়োজন

6 August 2015 Latest


২২ শে শ্রাবণ কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহা প্রয়ান দিবসে পিপলস রেডিও আয়োজন করেছে দিনব্যাপী বিশেষ আয়োজন। সকাল থেকে শুরু হওয়া বিশেষ আয়োজনের মধ্যে ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ডঃ ফারহানা আখতার কে নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠান ” প্রয়ানে রয়েছ মিশে” দুপুর ১ টায় ছিল তরুন প্রজন্মের রবীন্দ্র ভাবনা নিয়ে বিশেষ আয়োজন ” গল্পে গানে রবীন্দ্রনাথ”। বিকেল ৩ টা থেকে ” অনিমা রায়ের সাথে কবিগুরুর গান নিয়ে বিশেষ আয়োজন ” তুমি রবে নীরবে” এবং রাত ৯ টায় পিপলস রেডিওর সদস্যদের কণ্ঠে রবীন্দ্রনাথের জনপ্রিয় নাটক “রক্তকরবী” আর সারাদিন ছিল গান কবিতা আর গল্পগুছের বিশেষ আয়োজন। এই বিশেষ আয়জনে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের মুগ্ধ করেছে। সঙ্গে থাকুন শুনতে থাকুন পিপলস রেডিও ৯১.৬ এফ এম। সকলের জয় হোক।

Comments

comments