On Air
Film Fanatic Filmi Gossip
Home
  • Home
  • ৬ই নভেম্বর ‘সুনীধি চৌহান’ এবং ‘হাবিব ওয়াহিদ’ গাইবেন এক মঞ্চে !

৬ই নভেম্বর ‘সুনীধি চৌহান’ এবং ‘হাবিব ওয়াহিদ’ গাইবেন এক মঞ্চে !

31 October 2015 Latest


বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ‘হাবিব ওয়াহিদ’ এবং ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ‘সুনীধি চৌহান’ এবার এক মঞ্চে গাইবেন। আগামী ৬ই নভেম্বর, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার ‘নবরাত্রি’ হলে এক সঙ্গীতানুষ্ঠানে মঞ্চ মাতাবেন তারা। দুই দেশের দুই জনপ্রিয় শিল্পীকে নিয়ে হবে, ‘উইন্টার ব্লাস্ট কনসার্ট’। অনুষ্ঠানটির রেডিও পার্টনার ‘পিপলস রেডিও ৯১.৬ এফ এম’।

Comments

comments