সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করেনা…এই লাইন অনেকটাই পরিচিত বটে।
কিন্তু কিছু অপেক্ষার ভিন্নতা তো আছেই…
সন্তান বাড়ি ফিরবে এই ভেবে তার মা হয়তো অপেক্ষায় থাকে। টাকা পাওয়ার আশায় হয়তো একজন পাওনাদারও সেক্ষেত্রে অপেক্ষমান বরাবরই , বেকার ছেলেটা হয়তো অপেক্ষায় আছে তার একটা চাকুরি হবে এই ভেবে। বাস্তবিকই হতদরিদ্র এক মুচির অপেক্ষার ফলাফল কেনো যেনো এক তুচ্ছ বস্তু…।এই অপেক্ষায় অপেক্ষার ফলাফল নিতান্তই অপেক্ষোমান …