আমাদের সুন্দর শহরটাকে আমরাই ক্রমশ বিবর্ণ করে তুলেছি। মাত্র ২ দিনের বৃষ্টি তে নাকাল হয়ে সরকার ও প্রশাসনের গুষ্টি উদ্ধার করছি আমরা, আথচ আমরা ভাবি না আমাদের করনীয় কী? যত্র তত্র পলিথিন, প্লাস্টিক বর্জ্য ফেলে ড্রেনেজ ব্যবস্থাকে আমরাই করেছি অকার্যকর । একটু সতর্ক হলেই এ বিপর্যয় কে আমরা এরাতে পারি। যত্র তত্র পলিথিন, প্লাস্টিক বর্জ্য না ফেলে নির্ধারিত স্থানে ফেলে পরিবেশ কে পরিস্কার রাখতে আমাদেরকেই উদ্যোগী হতে হবে।