৪৯+১=৫০।
এই ৫০ নম্বর সংখ্যাতে কি আছে? কেন এতো ভয়?
মজার বিষয় দেখুন, ক্রিকেটে ৫০ রান করলে হয় হাফ সেঞ্চুরি, সেক্ষেত্রে ৫০ তম উইকেট নিলে বাহ বাহ দেয় সবাই, কাঁচা মরিচের কেজি ৫০ টাকা হলে বিক্রেতা খুশি আবার ৫০ টাকা গজ কাপড় মানে ক্রেতা খুশি। তাহলে ৫০ সংখ্যাটা খুব একটা খারাপ নাহ।
কিন্তু, সবাই এই সংখ্যাটাকে এখন কেন ভয় পাচ্ছে?
কারন খুঁজতে গিয়ে দেখলাম ভিন্ন কিছু। হতাশা যখন মুল সমস্যা তখন বলার আছে অনেক কিছু। তরুণ প্রজন্ম কেন হতাশ?
সময় হয়েছে তাদেরকে এই ৫০ তম সংখ্যার গুরুত্ত বোঝানোর। তাদের বোঝাতে হবে পরিবারের বন্ধন। পরিবারকেও এগিয়ে আসতে হবে। এগিয়ে আসতে হবে জাতির বিবেক শিক্ষকদের।
একটা মানুষের মানবীয় গুণাবলী গুলার চর্চা করা শিখাতে হবে। বোঝাতে হবে বেঁচে থাকার আনন্দ। প্রকৃতির সাথে বেড়ে উঠার সুযোগ বাড়াতে হবে। সামাজিক মুল্যবোধ বাড়াতে হবে।
৫০ সংখ্যাটা খারাপ নাহ, খারাপ নাহ নীল তিমি মাছ। আসুন আমরা সবাই মিলে তারুণ্যের জয়গানে সামিল হই।
ভালো থাকুক আমার বাংলাদেশ, ভালো থাকুক তারুণ্য, ভালোবাসা ভালো থাক।