‘Step Peak’ with Spark

২০১৫ সালে Spark Eventz Bangladesh প্রথমবার StepPeak বিজয় দিবস উদযাপন করেছিল বাংলাদেশের অফিসিয়াল সর্বোচ্চ শিখর কেওক্রাডং এ ১৬ ডিসেম্বর বিকেল ঠিক ৪.৩১ মিনিটে (১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শত্রুপক্ষের আত্মসমর্পণ সময়) জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত গেয়ে। Spark Adventure Club ইভেন্টে সেচ্ছাসেবক দিয়ে সহযোগিতা করেছিলেন আর ইভেন্টে অংশগ্রহন করেছিলেন ২৩ দু: সাহসিক অভিযাত্রী। বগালেকে ১৬ ডিসেম্বর ঠিক রাত ১২.০১ মিনিটে ৭টি ফানুস ওড়ানো হয় ৭ বীরশ্রেষ্ঠের প্রতি সম্মান জানিয়ে এবং বিজয় দিবসে দেশের সরকারী সর্বোচ্চ শৃঙ্গ জয়. এবং কেওক্রাডং শৃঙ্গে ৪৪ ফানুস ওড়ানো হয়েছিল ৪৪-তম বিজয় দিবস উদযাপন উপলক্ষে। কেওক্রাডং এর এর আর্মি ক্যাম্পের সেনাসদস্যরাও এ উদযাপনে সহয়তা করেন এবং প্রশংসা করেন।

২০১৬ সালে Spark Eventz Bangladesh দ্বিতীয়বারের মতোও ‘StepPeak’ আয়োজন করা হয়েছিলো। কেওক্রাডং এ আমাদের কার্যক্রম, এভারেস্ট জয়ী এম এ মুহিত ভাই একটা অভিজ্ঞতা বিনিমিয় পর্ব ছিল।

২০১৫ এবং ২০১৬ সালের সফলতার ধারাবাহিকতায় ২০১৭ সালেও আবার হতে যাচ্ছে বাংলাদেশের গৌরব উজ্জ্বল বীজয়কে সম্মান জানানোর জন্য #Spark_Eventz_Bangladesh এর আয়জনে StepPeak 3 । আমাদের এবারের গন্তব্য “সাজেক ভ্যালী”।

প্রকৃতির অপার সৌন্দর্য্যের এক অনন্য আঁধার আমাদের মাতৃভূমি রূপসী বাংলা । আমরা বিভিন্ন দেশের গ্রীন ভ্যালী দেখতে যাই বা দেখার স্বপ্ন দেখি। কিন্তু আমাদের দেশেও আছে তেমনই এক অপরূপা গ্রীন ভ্যালী, যার নাম সাজেক।

সাজেক রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত । সাজেক হলো বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন । যার আয়তন ৭০২ বর্গমাইল । সাজেকের উত্তরে ভারতের ত্রিপুরা , দক্ষিনে রাঙামাটির লংগদু , পূর্বে ভারতের মিজোরাম , পশ্চিমে খাগড়াছড়ির দীঘিনালা । সাজেক রাঙামাটি জেলায় অবস্থিত হলেও এর যাতায়াত সুবিধা খাগড়াছড়ির দীঘিনালা থেকে । রাঙামাটি থেকে নৌপথে কাপ্তাই হয়ে এসে অনেক পথ হেঁটে সাজেক আসা যায় । খাগড়াছড়ি জেলা সদর থেকে এর দূরত্ব ৭০ কিলোমিটার । আর দীঘিনালা থেকে ৪৯ কিলোমিটার । বাঘাইহাট থেকে ৩৪ কিলোমিটার।

#StepPeak
#SparkEventzBangladesh
#SparkAdventureClub

Address:

Sadharan Bima Tower (7th floor)
37/A Dilkusha C/A
Dhaka-1000, Bangladesh
Phone: +88 02-7124769, +88 02-7170169
Fax: +88 02-9571677
Mobile: +88 0171 054 875 - 89