Mar
31
দীর্ঘদিন পর তৌফিক-জনা
‘কাঁকন দাসী’ ছবির মাধ্যমে দীর্ঘদিন পর পর্দায় আসছেন তৌফিক-জনা জুটি। আগামী ১ জুন শুক্রবার ঢালিউডে মুক্তি পাচ্ছে ‘কাঁকন দাসী’ ছবিটি। জীবন রহমানের চিত্রনাট্য ও পরিচালনায় এ ছবির মাধ্যমে প্রায় তিন বছর পর পর্দায় ফিরছেন নায়ক তৌফিক। তার বিপরীতে এ ছবি অভিনয় করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী নায়িকা জনা। এতে আরো অভিনয় করছেন ঢালিউডের আশির দর্শকের পর্দা কাঁপানো নায়ক-নায়িকা ওয়াসীম ও সুচরিতা। ‘কাঁকন দাসী’ ছবির গল্পে, রাজার ছেলে তৌফিক। সে স্বাধীনভাবে নিজের মতো সারা দেশে ঘুরে বেড়াতে পছন্দ করে। ঘুরে বেড়ানো একপর্যায়ে জনার সাথে তার পরিচয় হয়। পরিচয় প্রেম পর্যন্ত গড়ায়। কিন্তু রাজার ছেলের সঙ্গে সাধারণ মেয়ের প্রেম রাজ-পরিবারের কেউ মেনে নিতে পারে না। তৈরি হয় জটিলতা। গল্পে যোগ হয় তীব্র নাটকীয়তা।