Print
PDF
Mar
31

অবশেষে রানির বিয়ে

Author // Swapno

অবশেষে বলিউউ অভিনেত্রী রানি মুখার্জি বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন।প্রযোজক আদিত্য চোপড়ার সঙ্গেই তিনি মালা বদল করবেন।চলতি বছরের মাঝামাঝিতে অনুষ্ঠিত হবে এই বিয়ে।গত বছরই রানি মুখার্জি ঘোষণা দিয়েছিলেন, শিগগিরই বিয়ের কাজটি তিনি সেরে ফেলবেন।কিন্তু বাঁধা হয়ে দাঁড়ায় আদিত্যের পরিবার।বিয়েতে তাদের মত ছিল না।তবে রানি ও আদিত্য নিজেদের সিদ্ধান্তে স্থীর থাকায় অবশেষে তারা মত দিয়েছেন বিয়েতে।দুই পরিবারের সম্মতিতেই জমকালো আয়োজনে মধ্যে দিয়ে অনুষ্ঠিত হবে তাদের বিয়ে।আগামী কিছু দিনের মধ্যেই নিজেদের বিয়ের তারিখটি যৌথভাবে ঘোষণা করবেন আদিত্য ও রানি।রানী অভিনীত ‘তালাশ’ ছবিটি মুক্তি পাবার পরপই জমকালো আয়োজনে রানি-আদিত্যর বিয়ে অনুষ্ঠিত হবে।