Mar
31

এপ্রিলে শুরু হচ্ছে ডিএমপির নতুন চার থানার কার্যক্রম

Author // Swapno

এপ্রিলে শুরু হচ্ছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন আট থানার মধ্যে চারটির আনুষ্ঠানিক কার্যক্রম। এগুলো হচ্ছে, ওয়ারি, ভাটারা, বনানী ও রূপনগর থানা।পর্যায়ক্রমে আগামী দুই/তিন মাসের মধ্যে বাকি থানাগুলোর অপারেশন কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন ডিএমপি কর্মকর্তারা।গত বছরের শেষের দিকে ডিএমপির নতুন আটটি থানার অনুমোদন দেয় সরকার। এগুলো হলো, ওয়ারি, শাহজাহানপুর, রূপনগর, ভাটারা, বনানী, মুগদা, ভাসানটেক ও উত্তরা পশ্চিম থানা। এর সবগুলো চালু হলে ডিএমপির থানার সংখ্যা হবে ৪৯টি।ডিএমপি সূত্র জানায়, আগামী ৩ এপ্রিল ওয়ারি থানা, ৮ এপ্রিল ভাটারা, ১০ এপ্রিল বনানী ও ১৫ এপ্রিল রূপনগর থানার কার্যক্রম উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন।এপ্রিলে কার্যক্রম শুরু করতে যাওয়া চারটি থানার মধ্যে ডিএমপির ওয়ারি বিভাগের সূত্রাপুর থানা ভাগ করে করা হয়েছে ওয়ারি থানা।ওয়ারি কমিউনিটি সেন্টারকে বানানো হয়েছে থানা কমপ্লেক্স।গুলশান বিভাগের বাড্ডা থানা ভাগ করে করা হয়েছে ভাটারা থানা।বর্তমান বাড্ডা থানায় এর কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে অন্যত্র সরিয়ে নেওয়া হবে বাড্ডা থানার কার্যক্রম। একই বিভাগের গুলশান থানাকে ভাগ করে বনানী থানা করা হয়। বনানী পুলিশ ফাঁড়িতেই শুরু হবে নতুন এ থানার কার্যক্রম।এছাড়া পল্লবী থানার একাংশ নিয়ে গঠিত হয়েছে রূপনগর থানা।এ থানার কার্যক্রম শুরু হবে আরিফাবাদ হাউজিং সোসাইটির একটি ভাড়া বাসায়।সূত্রমতে, নতুন আট থানার জন্য প্রায় ৬০০ পদ সৃষ্টি করা হয়েছে।এসব থানার প্রত্যেকটিতে প্রাথমিকভাবে ৭৭ জন করে জনবল নিয়োগ দেওয়া হয়েছে।জনবল কাঠামোর মধ্যে রয়েছে ২ জন পরিদর্শক যার মধ্যে একজন ভারপ্রাপ্ত কর্মকর্তা ও একজন পরিদর্শক (তদন্ত), ১৯ জন উপ-পরিদর্শক (এসআই), ২০ জন সহকারী উপ-পরিদর্শক (এএসআই), ৩৪ জন কনস্টেবল, ১ জন বাবুর্চি ও ১ জন সুইপার।নতুন এসব থানা কার্যক্রম শুরু করার পর সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নয়ন হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।