Mar
31

চলচ্চিত্রে আসছেন মোনালিসা

Author // Swapno

ঝলমলে তারকা মোনালিসা সাম্প্রতিক সময়ে মডেলিংয়ের চেয়ে অভিনয়ের প্রতি বেশি মনোযোগ দিয়েছেন।তিনি এতোদিন চলচ্চিত্রে অভিনয়ের প্রতি উৎসাহ না থাকলেও ইদানিং চলচ্চিত্র নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছেন মোনালিসা। চলচ্চিত্রের প্রতি তার আগ্রহ ছিল আগে থেকেই। কিন্তু চলচ্চিত্রের নাজুক অবস্থা দেখে তিনি আর এই পথে পা বাড়াতে ইচ্ছে করেননি। তাই একাধিক বানিজ্যিক ছবিতে অভিনয়ের প্রস্তাব তিনি বিভিন্ন সময় ফিরিয়ে দিয়েছেন।তবে আমাদের চলচ্চিত্রের সুদিন খুব তাড়াতাড়িই ফিরবে বলে তিনি মনে করছেন। অবস্থা ভালো হলে তিনি চলচ্চিত্রে কাজ করবেন। এ ক্ষেত্রে অবশ্য ছবির গল্প এবং চরিত্রভ তার পছন্দ মতো হলেই তা সম্ভব।সম্প্রতি ভারতের দিল্লি ও অন্যান্য লোকেশনে একটি কোমল পানীয়র বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিয়ে দেশে ফিরেছেন মোনালিসা। এ প্রসঙ্গে তিনি বললেন, দিল্লিসহ ভারতের বেশ কয়েকটি লোকেশনে বিজ্ঞাপনটির শুটিং হয়েছে। দিল্লির কাছাকাছি একটা জায়গা আছে অনেকটা মরুভূমির মতো। সেখানে কাজ করতে একটু কষ্ট হলেও একটা অন্যরকম অভিজ্ঞতা হয়েছে। কারণ মরুভূমিতে এবারই আমি কোনো কাজ করলাম। অনেক সুন্দর হয়েছে।