Apr
02

বাংলাদেশে ন্যাশনাল ট্রাভেল ব্যুরোর ‘ইউনাইটেড’র আনুষ্ঠানিক যাত্রা শুরু

Author // Swapno

কন্টিনেন্টাল এয়ারলাইন্স ও ইউনাইটেড এয়ারলাইন্স একত্রিত হয়ে সায়মন গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বাংলাদেশ ন্যাশনাল ট্রাভেল ব্যুরোর নিউ ইউনাইটেড নামে যাত্রা শুরু করল। গত রোববার সন্ধায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে বেসামরিক বিমান ও পযর্টনমন্ত্রী ফারুক খান এর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ইউএস এম্বাসি’র ডেপুটি চিফ এ মিশন নিকোলাস জে. ডিন, ইউনাইটেড এর মাইক্রোনেশিয়া এন্ড সাউথ ইস্ট এশিয়ার ম্যানেজিং ডিরেকটর বারি বার্গম্যান, সায়মন গ্রুপের চেয়ারম্যান এম. এ মুহাজমিন সালেহ, প্রধান নির্বাহী পরিচালক এম. ওয়াজির আলম, পরিচালক ইয়ামি এম. সালেহ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ফারুক খান বলেন, ‘অতিসত্ত্বর হযরত শাহজালাল বিমানবন্দরকে ১ নম্বর গ্রেডের বিমানবন্দরে পরিণত করা হবে।’ নিকোলাস জে. ডিন বলেন, ‘বাংলাদেশ এবং আমেরিকা এ দুই দেশের মধ্যকার মানুষের যোগাযোগ যত বৃদ্ধি পাবে দেশের সম্পর্ক তত উন্নত হবে। একই সঙ্গে বাড়বে সাংস্কৃতিক আদান প্রদান।’ ‘বারি বার্গম্যান বলেন, আমাদের সার্ভিসের মান উন্নত এবং ভিন্নতর। আমরা উন্নত সেবা প্রদানে সংকল্পবদ্ধ।’