Apr
04

এক পরিবারের পাঁচ সদস্য শিশু সুন্দরী প্রতিযোগিতায়

Author // Swapno

শিশুদের সুন্দরী প্রতিযোগিতায় এক সঙ্গে যোগ দিচ্ছে ব্রিটেনের উডল পরিবারের পাঁচ সদস্য। মুকুট জিততে ১৪ থেকে এক বছর বয়সী এই পাঁচ ভাইবোন ইতোমধ্যেই প্রস্তুতি নিয়েছে। বিভিন্ন অঙ্গভঙ্গির প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি হাঁটা-চলাসহ প্রতিযোগিতার বিভিন্ন জিনিস কিনতে টিফিনের অর্থটুকুও বাঁচাচ্ছে তারা। তবে পুরস্কার না জিতলেও একই পরিবারের ৫ সদস্যের এক সঙ্গে ‘শিশু সুন্দরী’ প্রতিযোগিতায় অংশগ্রহণের রেকর্ড এটাই প্রথম। কর্টনি (১৪), টিয়া (৮), এলি (৭), রিয়ো (৩) আর এক বছর বয়সী নিয়াহ এক সঙ্গে সুন্দরী প্রতিযোগিতায় ঝড় তুলতে তৈরি হচ্ছে। আর এদের কোরিওগ্রাফার, ড্রেস ডিজাইনার, মেকাপম্যান, অর্থলগ্নীকারী ও দেখভালের জন্য থাকছেন মা লিন (৩২), নানি জয়েস (৪৯), বাবা জেমস (২৯) ও বড় ভাই জস (১৫)।