Apr
04

চলচ্চিত্রে কবি নির্মলেন্দু গুণ

Author // Swapno

নেকাব্বরের মহাপ্রয়াণ চলচ্চিত্রে অভিনয় করছেন কবি নির্মলেন্দু গুণ। গতকাল শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে তিনি এ ছবির শুটিংয়ে অংশ নেন। নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে ছবিটি পরিচালনা করছেন মাসুদ পথিক। ২০১১ সালে সরকারি অনুদান পেয়েছে ছবিটি। আপন জলের মানুষ নাটকে নির্মলেন্দু গুণ প্রথম অভিনয় করেন ১৯৭১ সালের ১২ জানুয়ারি। নেকাব্বরের মহাপ্রয়াণ চলচ্চিত্রে আরও অভিনয় করবেন জুয়েল জহির, লাবণ্য লিজা, বাদল শহীদ, অসীম সাহা, মামুনুর রশীদ, জয়রাজ প্রমুখ।