Author // Swapno
দুই বছর পর লালনের নতুন অ্যালবাম ‘পাগল’। পয়লা বৈশাখ উপলক্ষে অ্যালবামটি সাউন্ড মেশিনের ব্যানারে প্রকাশিত পাগল অ্যালবামে রয়েছে মোট আটটি গান। এর মধ্যে লালন সাঁইয়ের পাঁচটি, শাহ আবদুল করিমের দুটি এবং নাম না জানা একজন বাউলের একটি গান।পাগল অ্যালবামে লালন ব্যান্ডের সঙ্গে সফি মণ্ডলও একটি গান করেছেন। লালন ব্যান্ডের বর্তমান লাইনআপ হচ্ছে সুমী (ভোকাল), বাপ্পী (গিটার), সালেকিন (গিটার), তুর্য (বেস) ও তিতি (ড্রামস)।