ভাল বন্ধু সাদা রঙের মত

ভাল বন্ধু সাদা রঙের মত
সাদার সাথে যেকোন রঙ মিলিয়ে নিলে যেকোন নতুন রঙ তৈরি করা যায়,
কিন্তু দুনিয়ার সব রঙ মিলিয়ে সাদা তৈরি করা যায়না।
ভাল সময়ের চাইতে ভাল বন্ধু উত্তম, কারন ভাল বন্ধু খারাপ সময়কে ভাল বানিয়ে দিতে পারে।
ভরসা কর এমন একজনের উপর, যে তোমার ভিতরের তিন জিনিস দেখতে পারে-
১। হাসির পেছনের ব্যাথা
২। রাগের পিছনে ভালোবাসা
৩। চুপ থাকার কারন
অনুভূতি বদলে যায়, আর কিছু নয়, কিন্তু ভালবাসা ও ঘৃণা একই মন থেকে হয়।
জীবনে যা চাও হাসিল কর, শুধু এইটুকই খেয়াল রেখো,
তোমার লক্ষের রাস্তা কারো মনকে যেন ভেঙ্গে না যায়।
শক্তির প্রয়োজন তখনি হয় যখন কারো খারাপ করার প্রয়োজন হয়
কিন্তু দুনিয়ার সবকিছু পেতে ভালবাসাই যথেষ্ট।
আইনের প্রয়োজন খারাপ মানুষের জন্য, কারন ভালো মানুষরা তো শরমেই মরে যায়।
নিজের উন্নতির জন্য এমনভাবে “সময়” ব্যয় কর যেন অন্যর খারাপ ভাবার “সময়”ই না পাওয়া যায়।
কোন মানুষই এমন ধনী হয় না, যে কিনা নিজের অতিত কে কিনতে পারে, আবার
কোন মানুষ এমন গরিব হয় না, যে কিনা নিজের আগামী কে বদলাতে না পারে
ভুল তারই হয় যে মেহনত করে,
অকর্মাদের জীবন তো অন্যের ভুল খুজেই শেষ হয়ে যায়।
একজন সত্যিকারের বন্ধু হাজারবার রাগলেও তাঁকে মানিয়ে নেয়া উচিৎ, কারন দামী মতির মালা যতবারই ছিড়ে যায় ততবারই বুনে নিতে হয়।
জীবনের সব সুযোগের ফায়দা উঠাও, কিন্তু কারো ভরসার নয়।
জীবনের চলার পথে এমন লোকদের সামিল করো, যারা কখনও আয়না কখনও ছায়া হয়ে থাকে, কারন
আয়না কখনও মিথ্যা বলে না, আর ছায়া কখনও সঙ্গ ছেড়ে যায় না।
তুমি পারোনা নিজেকে জরিয়ে ধরতে, না পারো নিজের কাঁধে মাথা রেখে কাঁদতে, একজন আরেকজনের সাথে বাঁচার নামই জীবন – এর জন্য সময় তাকেই দাও যে তোমাকে জানে।
মন দিয়ে তৈরি সম্পর্ক টাকায় মূল্যায়ন হয় না, কারন
কিছু সম্পর্ক মুনাফা দেয় না, কিন্তু জীবন কে ধনী নিশ্চয়ই বানিয়ে দেয়।
আমি বড়দের সম্মান এজন্যই করি, কারন তাদের “ভালো” আমার চাইতে বেশী, আর
ছোটদের আদর এজন্যই করি, কারন তাদের “পাপ” আমার চাইতে কম।

Social Links

Blog

Song Request






Photo Gallery

3 12 2 1 4 9

Google +

Android

YouTube

apple

pinterest

flickr

Address:

Sadharan Bima Tower (7th floor)
37/A Dilkusha C/A
Dhaka-1000, Bangladesh
Phone: +88 02-7124769, +88 02-7170169
Fax: +88 02-9571677
Mobile: +88 0171 054 875 - 89