Mar
31
বাংলাদেশ ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড নাইট
দেশের গুণীজনদের সম্মাননা জানাতে আগামী ৫ মে বঙ্গবন্ধু আন্তজার্তিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড নাইট-২০১১’।অনুদেশের বিভিন্ন সেক্টরে বিশেষ অবদান রাখায় গুণী ব্যক্তিত্বদের প্রদান করা হবে বাংলাদেশ ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড ২০১১অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।এ বছর বাংলাদেশ ডেভেললপমেন্ট অ্যাওয়ার্ড নাইট অনুষ্ঠানে আজীবন সম্মাননা পাচ্ছেন চলচ্চিত্রে - নায়করাজ রাজ্জাক, সঙ্গীতে - ফেরদৌস ওয়াহিদ, নাটকে -আলী যাকের, অর্থনীতিতে- ড. আকবর আলী খান, রাজনীতিতে- আবদুল জলিল, কৃষিতে- শাইখ সিরাজ ও সাংবাদিকতায়- সাইফুল বারী।এ অ্যাওয়ার্ড অনুষ্ঠানটিতে গুণীজনদের সম্মাননা প্রদান ছাড়াও থাকছে চোখ ধাঁধানো ফ্যাশন শো ও ইনসটুমেন্টাল ব্যান্ড শো।