Apr
04

পাহাড় জুড়ে বৈসাবি

Author // Swapno

বর্ষবরণ উসব বৈসাবির প্রস্তুতি শুরু করেছে পার্বত্য চট্রগ্রামের বিভিন্ন নৃ-গোষ্ঠী। ১২ থেকে ১৪ এপ্রিল এ উসবকে সামনে রেখে জুম-পাহাড়ে শুরু হয়েছে উসবের আমেজ।১২ এপ্রিল ভোরে নদীতে চাকমা রীতিতে ফুল ভাসিয়ে অর্থা, ফুলবিজু দিয়ে উসবের শুরু হবে। ১৩ এপ্রিল মারমাদের ঐতিহ্যবাহী জলকেলি বা সংগ্রাইয়ে মেতে উঠবে পাহাড়ি জনপদ। ত্রিপুরাদের হাড়িবৈসু উসবও এদিনই শুরু হবে।পাহাড়ি সব সপ্রদায়ের নানা আয়োজনের মধ্য দিয়ে ১৪ এপ্রিল শেষ হবে বৈসাবি।ত্রিপুরাদের বর্ষবরণ উসব বৈসু, মারমাদের অনুষ্ঠান সাংগ্রাই এবং চাকমাদের উসব বিজু নামে পরিচিত। এই তিন সম্প্রদায়ের উসব মিলিয়েই পাহাড়ের বর্ষবরণ উসবের নাম হয়েছে ‘বৈ-সা-বি’। সবে মিলতে প্রতিবছর সমতল থেকেও ছুটে আসেন পর্যটকরা। উসব ঘিরে প্রতিটি পাহাড়ি ঘরে চলছে রকমারি খাবার তৈরির প্রস্তুতি। মাকুতে বোনা হচ্ছে নতুন কাপড়।উসব সুষ্ঠুভাবে আয়োজনে প্রতিটি পার্বত্য জেলায় গঠন করা হয়েছে বৈসাবি উসব উদযাপন কমিটি। পাশাপাশি নেওয়া হয়েছে কড়া নিরাপত্ত।